আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০২/০১/২০২৫ ০৮:০৫পি এম
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেলেন ক্রীড়া উপদেষ্টা: সাইবার আক্রমণের নেপথ্যে কারা?
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তার ফেসবুক আইডি পুনরুদ্ধার করা সম্ভব হয়। তবে আগের মতো ভেরিফায়েড ব্লু টিক আইডিটিতে আর দেখা যায়নি।
উল্লেখ্য, বুধবার বিকাল থেকে আসিফ মাহমুদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন শীর্ষ নেতার ফেসবুক আইডি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
যদিও আসিফ মাহমুদের আইডি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, তবে এখনও হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ অন্য নেতাদের আইডি পুনরুদ্ধার করা যায়নি। সাইবার বিশেষজ্ঞরা এই ঘটনার পেছনে একটি পরিকল্পিত সাইবার আক্রমণের আশঙ্কা করছেন।
এদিকে, এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের আইডি হ্যাক হওয়া নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন ছড়িয়েছে।