আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০২/০১/২০২৫ ০৮:০২পি এম
গোপন পাড়ি: আর্চার জুটি রোমান-দিয়া এখন যুক্তরাষ্ট্রে, সাফল্যের পিছু ছেড়ে কি নতুন জীবনের সন্ধানে?
বাংলাদেশের আর্চারিতে আলোচিত জুটি রোমান সানা ও দিয়া সিদ্দিকী এবার ভিন্ন কারণে শিরোনামে। দেশকে অনেক পদক এনে দেওয়া এই আর্চার দম্পতি গোপনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। বর্তমানে তারা নিউ জার্সিতে অবস্থান করছেন বলে জানা গেছে।
গত শনিবার দেশত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছেন দিয়া সিদ্দিকীর বাবা নুরে আলম সিদ্দিকী। তিনি জানান, ‘গতকাল ওদের সঙ্গে ফোনে কথা হয়েছে। ওরা এখন যুক্তরাষ্ট্রে আছে। তবে কোন শহরে অবস্থান করছে, সেটা বলতে পারবো না।’
দিয়া ও রোমান যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে গেছেন কিনা এমন প্রশ্নে নুরে আলম সিদ্দিকী বলেন, ‘দিয়া চোটের কারণে জাতীয় দলের ক্যাম্প থেকে ছুটিতে ছিল। চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার কথা থাকলেও পরে তারা যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চিকিৎসার জন্যই গেছে, স্থায়ী হওয়ার বিষয়ে কিছু জানি না।’
এই অপ্রত্যাশিত সিদ্ধান্তে হতবাক জাতীয় দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ। তিনি বলেন, ‘আমি খবরটা শুনে সত্যি হতবাক হয়েছি। ছুটির সময়টা পরিবারের সঙ্গে কাটিয়ে ঢাকায় ফিরেছি। এখনো জানি না তারা খেলা ছেড়ে দিয়েছে কিনা। তবে যদি এমন হয়, তা অত্যন্ত দুঃখজনক।’
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল বলেন, ‘তারা এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে গেছে বলে শুনেছি। ফেডারেশনকে কিছু না জানিয়ে ছুটির সময় দেশ ছেড়েছে। তাদের পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে খারাপ ছিল।’
রোমান-দিয়া দম্পতির এই সিদ্ধান্তে বাংলাদেশ আর্চারি মঞ্চে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। চিকিৎসার নাম করে যাওয়া এই যাত্রা তাদের জীবনে কী পরিবর্তন আনবে, তা সময়ই বলে দেবে।