আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০১/০১/২০২৫ ০৬:৫৭পি এম
হত্যার নেপথ্যে পাওনা টাকা: যুবককে খুনের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পাওনা টাকা না দেওয়ায় এক যুবককে নির্মমভাবে খুন করা হয়েছে। ২৮ ডিসেম্বর এ ঘটনায় নিহত হন আমানুল্লাহ ইমন (২২), যিনি নারায়নপুর গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে। ঘটনার পরদিনই পুলিশ দুজনকে গ্রেপ্তার করে, এবং তারা আদালতে তাদের অপরাধ স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন আরাফাত হোসেন নাহিদ (২৪) ও আবু বক্কর সিদ্দিক আলিফ (২৫)। তারা ইমনের কাছে ১০ হাজার টাকা পেতে ছিলেন, যা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন। হত্যাকাণ্ডটি ঘটানোর জন্য তারা একটি ব্লেড, জুতার ফিতা, এবং সাদা গেঞ্জি সংগ্রহ করে। ২৮ ডিসেম্বর নলত্রী গ্রামে ইমনকে পেছন থেকে আক্রমণ করে নাহিদ এবং আলিফ। নাহিদ ইমনকে জাপটে ধরে, আর আলিফ গেঞ্জি দিয়ে তার মুখ বেঁধে গলায় জুতার ফিতা দিয়ে ফাঁস দেন। পরে, ব্লেড দিয়ে ইমনের গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করেন। হত্যার পর তারা পালিয়ে যায়, কিন্তু পুলিশ দ্রুত তাদের ধরতে সক্ষম হয়।
পুলিশি তদন্তে দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়। ৩০ ডিসেম্বর ইমনের বাবা মামলাটি দায়ের করেন, এবং পরবর্তীতে দুই আসামি গ্রেপ্তার হন। ৩১ ডিসেম্বর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এ ঘটনার মাধ্যমে এক দিকে সামাজিক অস্থিরতা ও অপরাধের ভয়াবহতা আবারও প্রকাশিত হলো, অন্যদিকে পুলিশের দক্ষতায় দ্রুত এ হত্যাকাণ্ডের সমাধানও হয়।