আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ৩১/১২/২০২৪ ০১:০৪পি এম
ফেনীতে চোরাচালানবিরোধী অভিযানে ৩৯ লাখ টাকার মালামাল জব্দ!
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৩৯ লাখ ৫৪ হাজার টাকার পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) নেতৃত্বে ছাগলনাইয়ার দেবপুর, যশপুর এবং মধুগ্রাম বিওপির সীমান্ত এলাকায় অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, ব্লাউজ, টি-শার্ট এবং কম্বল রয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯ লাখ ৫৪ হাজার টাকা।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, "সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং নিরাপত্তা রক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আজকের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।" তিনি আরও জানান, উদ্ধার করা মালামাল স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় জনগণকেও চোরাচালান রোধে সহায়তার আহ্বান জানানো হয়েছে।
এই সফল অভিযানের মাধ্যমে বিজিবি সীমান্ত এলাকায় তাদের নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে।