রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২৭/১২/২০২৪ ০৯:৪২পি এম

চবি শিক্ষক সাইদুল ইসলামের বিতর্কিত আচরণ, সিনিয়র শিক্ষককে ধমক দিয়ে অশোভনীয় আচরণ

চবি শিক্ষক সাইদুল ইসলামের বিতর্কিত আচরণ, সিনিয়র শিক্ষককে ধমক দিয়ে অশোভনীয় আচরণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকার এক সিনিয়র শিক্ষককে অশোভনীয়ভাবে ধমক দিয়েছেন। সম্প্রতি একটি ভিডিওতে তাকে অধ্যাপক ড. মোসলেম উদ্দিনের সঙ্গে তর্ক-বিতর্ক করতে এবং তাঁকে “বেয়াদব” ও “ফাজিল” বলে গালাগালি করতে দেখা যায়।

ঘটনাটি ঘটে ২৬ নভেম্বর, যখন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে আসেন। বিভাগের দেরিতে আসা নিয়ে সাইদুল ইসলামের কাছে প্রশ্ন করা হলে তিনি অধ্যাপক মোসলেম উদ্দিনকে ঔদ্ধত্যপূর্ণভাবে উত্তরে গালিগালাজ করেন। পরে সাইদুল ইসলাম অধ্যাপক মোসলেম উদ্দিনকে "তুই আমাকে বেয়াদব বলার কে?" বলে ধমক দেন এবং তাদের সম্পর্কের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়।

এ বিষয়ে অধ্যাপক মোসলেম উদ্দিন কালবেলাকে জানান, সাইদুল ইসলাম তার সঙ্গে বিতর্কিতভাবে কথা বলেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রোভিসির বিষয়েও কটূক্তি করেন। তিনি আরও বলেন, "এ ঘটনা শামীম উদ্দিন খান স্যারের পরিদর্শনের আগের মুহূর্তে ঘটে, যা অত্যন্ত আপত্তিকর এবং অগ্রহণযোগ্য।"

তবে সাইদুল ইসলাম সরকার তার বক্তব্যে বলেন, “ওই দিন অধ্যাপক মোসলেম উদ্দিন আমাকে 'বেয়াদব' বলায় আমি প্রতিক্রিয়া জানিয়েছি।” তিনি আরও জানান, তাদের সম্পর্ক ছিল বড় ভাই-ছোট ভাইয়ের মতো, কিন্তু ওইদিনই প্রথম তাকে এমনভাবে কথা বলতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সাইদুল ইসলাম সরকারের রাজনৈতিক সম্পর্কও রয়েছে, তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি বিষয়ক উপকমিটির সদস্য। ছাত্র আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছিল।

এ ঘটনাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে, এবং এর পরিণতি কী হবে তা এখনো অজানা।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ