রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২৭/১২/২০২৪ ০৮:০২পি এম

মুন্সিগঞ্জে গোলাগুলির প্রধান আসামি গ্রেফতার, চাঞ্চল্য ছড়াল এলাকায়

মুন্সিগঞ্জে গোলাগুলির প্রধান আসামি গ্রেফতার, চাঞ্চল্য ছড়াল এলাকায়
মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ শুক্রবার বিকেলে এক বিশেষ অভিযানে ককটেল ও গোলাগুলির মামলার অন্যতম প্রধান আসামি মনির হোসেন বেপারীকে (৫৫) গ্রেফতার করেছে। তিনি মোল্লা কান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য হিসেবে পরিচিত। স্থানীয়দের কাছে "মনির মেম্বার" নামে পরিচিত এই ব্যক্তি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম. সাইফুল আলম বলেন, “মনির মেম্বার ককটেল বিস্ফোরণ এবং গোলাগুলির ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। আমরা তাকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছি। শনিবার সকালে তাকে কোর্টে প্রেরণ করা হবে।”

মনির মেম্বারের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তবে এ ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তদন্ত অব্যাহত রয়েছে।

এমন সাহসী অভিযানের মাধ্যমে মুন্সিগঞ্জ পুলিশ অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জনগণের আস্থা পুনরুদ্ধারে আরও এক ধাপ এগিয়ে গেল।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ