আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২৫/১২/২০২৪ ০৭:০৮পি এম
কুলাউড়ায় গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার: পুলিশি অভিযানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েছে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৩ সদস্য। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে ব্রাহ্মণবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাজার ইউনিয়নের কামরুল হাসান (২১) এবং এমদাদুল হক এমরান (৩০), আর রাজনগর উপজেলার কামারচক ইউনিয়নের সালাউদ্দিন (২০)।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মো. গোলাম আপছার বলেন, "গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাড়ি চুরির একাধিক মামলা রয়েছে। তাদের বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।"
অভিযানের মাধ্যমে পুলিশের এই সাফল্যে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে সংঘবদ্ধ চোর চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
(এই নিউজটি স্থানীয় অপরাধ পরিস্থিতি এবং পুলিশের কার্যক্রম সম্পর্কে অবগত করার পাশাপাশি ভিজিটরদের আকৃষ্ট করতে উপযুক্ত ভাষায় পরিবেশিত হয়েছে।)