রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২৫/১২/২০২৪ ১২:১০পি এম

হেনরী ও লাবুর অবৈধ সম্পদের কাহিনি: জানলে তাজ্জব হবেন

হেনরী ও লাবুর অবৈধ সম্পদের কাহিনি: জানলে তাজ্জব হবেন
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক এমপি (সিরাজগঞ্জ-২) জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অবৈধ সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (তারিখ উল্লেখ নেই) দুদকের সহকারী পরিচালক আসিফ আল-মাহমুদ ও শাহ আলম সেখ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। এ বিষয়ে মঙ্গলবার নিশ্চিত করেছেন পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শহিদুল আলম সরকার।

দেশত্যাগে নিষেধাজ্ঞা ও অনুসন্ধানের চমকপ্রদ তথ্য

দুদকের আবেদনের ভিত্তিতে গত ২৫ নভেম্বর হেনরী, তার স্বামী শামীম তালুকদার এবং মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। গত ২০ আগস্ট শুরু হওয়া অনুসন্ধানে উঠে এসেছে তাদের অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার এবং ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের চাঞ্চল্যকর তথ্য।

৪ হাজার কোটি টাকার ব্যাংক লেনদেন

রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে হেনরী মাত্র ১৫ বছরে ৪৯টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৪ হাজার কোটি টাকার লেনদেন করেছেন। একসময়ের স্কুলশিক্ষিকা হেনরী ২০০৮ সালের নির্বাচনে পরাজিত হলেও ২০০৯ সালে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে যুক্ত হন। তার সময়েই ঘটেছিল আলোচিত হলমার্ক ঋণ কেলেঙ্কারি। তানভীর আহমেদের জবানবন্দিতে ঘুষ নেওয়ার কথা উল্লেখ থাকলেও হেনরী ও তার সহযোগীদের দায়মুক্তি দিয়েছিল দুদক।

বিলাসবহুল সম্পদের বিস্তার

সিরাজগঞ্জ, ঢাকা, পটুয়াখালী, গাজীপুর, ও নারায়ণগঞ্জে হেনরীর নামে বাড়ি, গাড়ি ও বিভিন্ন স্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে।

সিরাজগঞ্জে গজারিয়ায় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন বৃদ্ধাশ্রম ‘হেনরীর ভুবন’ এবং বিলাসবহুল রিসোর্ট ‘কিছুক্ষণ’।

ব্যবহৃত যানবাহনের মধ্যে রয়েছে একটি হুড খোলা ল্যান্ডক্রুজার ও দুটি প্রাইভেট কার।

১২ বিঘা জমিতে রিসোর্ট এবং ৫৬ কক্ষের বৃদ্ধাশ্রম গড়ে তুলেছেন।

গাজীপুরের শ্রীপুরে বিলাসবহুল রাস রিসোর্ট ও একটি বিশাল গরুর খামার রয়েছে।

সিরাজগঞ্জ বাজারে বহুতল বাণিজ্যিক ভবন ‘জুবলী প্লাজা’ ও অন্যান্য ভবন নির্মাণ করেছেন।

সম্পদের উৎস নিয়ে প্রশ্ন

২০০৮ সালে তার হলফনামায় বার্ষিক আয় ছিল মাত্র ১ লাখ ২০ হাজার টাকা, এবং নগদ সঞ্চয় ছিল আড়াই লাখ টাকা। ১৫ বছরের ব্যবধানে এই সম্পদ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৬ কোটি টাকায়। এর মধ্যে কৃষিজমি, অকৃষি জমি, দালান-কোঠা, ব্যাংক আমানত ও বিলাসবহুল গাড়ি অন্তর্ভুক্ত।

চলমান মামলা ও কারাবাস

বর্তমানে হেনরী ও তার স্বামী শামীম তালুকদার কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে ছাত্র হত্যা, অস্ত্র মামলা এবং দুর্নীতি মামলাসহ একাধিক মামলা চলমান।

বিএনপির প্রতিক্রিয়া

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “একসময়ের সাধারণ শিক্ষিকা হেনরী কীভাবে এত বিপুল সম্পদের মালিক হলেন, তা জনগণ জানতে চায়। সোনালী ব্যাংকের পরিচালক থাকাকালীন দুর্নীতির অভিযোগ রয়েছে। এগুলোর সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।”

হেনরী ও লাবুর সম্পদের এই রূপান্তর তাদের রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতার অপব্যবহারের একটি উজ্জ্বল উদাহরণ। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ এবং প্রশ্নের জন্ম দিয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ