- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Other
পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার।
কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ২৫ মার্চ(মঙ্গলবার)বিকেল ৪টার সময় উপজেলার উজানটিয়া ইউনিয়নের মালেক পাড়া সাইফুল ইসলাম এর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি আভিযানিক টিম।
জানাগেছে, জমি দখল নিতে গত সোমবার সকালে উজানটিয়ার রুপালী বাজার এলাকায় অস্ত্রধারী ২০-২৫ জনের দল রুপালি বাজার পাড়া এলাকার খুইল্যা মিয়া, কালা মিয়া গংদের বাড়িতে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে।আর একটি ঘর আগুন দিয়ে জালিয়ে দেয়।এসময় ছোঁড়াগুলিতে নারী-পুরুষসহ অন্তত ১৬ জন গুলিবিদ্ধ ।ভিডিওতে দেখা যায় মালেক পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম একনাগাড়ে গুলি ছুড়তে থাকে,তার দলবল ও নিরস্ত্র লোকজনের ওপর গুলি করে। তাঁরা অন্তত ২০ রাউন্ড গুলি ছোঁড়ে বলে স্থানীয়া দাবী করেছেন।
এদিকে অস্ত্রধারীরা গুলিছোঁড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখাগেছে, কয়েকজন ব্যক্তি লোকজনকে লক্য করে পরপর গুলি ছুঁড়ছে।
পেকুয়া থানাসুত্রে জানাগেছে, রুপালী বাজার এলাকায় গুলি করে আহত করার ঘটনায় ১৪ জনকে আসামি করে ওইদিন রাতে নুরুন্নবীর ছেলে ইসমাঈল বাদী হয়ে পেকুয়া থানায় মামলা রুজু হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ১০-১২ জন। ওই মামলায় সাইফুল ইসলাম ৪ নম্বর আসামি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, যৌথ বাহিনীর অভিযানে মালেক পাড়া সাইফুলের বাড়ি থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করতে সক্ষম হয়নি। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা করবে।