Up next

মাছ ধরাকে কেন্দ্র করে কলারোয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

683 Views· 05/04/25
In Crime

⁣মাছ ধরাকে কেন্দ্র করে সহোদর চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে মোশাররফ হোসেন নামের এক ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বড় ভাই আলী হোসেন।


শনিবার (০৫ এপ্রিল '২৬) বেলা এগারটার দিকে সাতক্ষীরার কলারোয়ার বোয়ালিয়া গ্রামের শেখ পাড়ায় এঘটনা ঘটে। আহত আলী হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোহরাব হোসেন ও আশরাফ হোসেনকে আটক করেছে।


নিহত মোশাররফ হোসেন বোয়ালিয়া শেখ পাড়ার মৃত ফজর আলীর মেঝ ছেলে।

ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা ।

Show more

 0 Comments sort   Sort By


Up next