ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
YouCut_20250902_111810489
পাঁচবিবিতে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গফুর মন্ডলের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্য সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা আয়োজনে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডলের নেতৃত্বে বিকালে পৌর পার্ক থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচমাথায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নারী-পুরুষ সহ কয়েক'শ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পরে পৌর বিএনপির সাবেক সদস্য দেওয়ান মোহাম্মদ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।
উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী
প্রমুখ।