close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Up next

YouCut_20250427_205647916

3 Views· 27/04/25
shahadat hossain Munsy
5

⁣কচুয়া সাংবাদিক ফোরামের উদ্দোগে সাংবাদিক বুনিয়াদী প্রশিক্ষণম।। শাহাদাত হোসেন মুন্সীঃ চাঁদপুরের কচুয়া সাংবাদিক ফোরাম কচুয়া পৌরসভার উদ্দোগে সাংবাদিদের আগামীর মান উন্নয়ন শির্ষক আলোচনা ও বুনীয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কচুয়ার ঐতিহ্যবাহি আল ফতেহা মাদ্রাসা মিলনায়তনে ২৭ এপ্রিল রবিবার বিকালে সাংবাদিকদের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টার সাংবাদিক ফোরামের বুনিয়াদী কর্মশালা সাংবাদিক ফোরামের সেক্রেটারি নব দিগন্ত সম্পাদক ও অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন চাঁদপুর দিগন্ত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি, চাঁদপুর জেলা জামায়াত ইসলামী সেক্রেটারি এড.শাহজাহান মিয়া। প্রশিক্ষণের আগে প্রধান অতিথি একে একে সকলম সাংবাদিকের পরামর্শ মনোযোগ দিয়ে শুনেন। আলোচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াত ইসলামি কচুয়া পৌরসভা আমির মাওলানা আমিনুল হক মীর, সেক্রেটারি মাওলানা মনির হোসাইন সাইদ ও সাংবাদিক ফোরমের পৌর সভাপতি মাওলানা আবু হানিফ নোমান। প্রধান আলোচকের বক্তবে প্রধান অতিথি সাংবাদিকদের সহযোগীতা,উদারতা,ন্যায় নিষ্টা ও আমানতদারীতা কামনা করেন। সমাজ সংস্কারে আন্তরিকভাবে কাজ করতে সকলে নিজ উদ্দোগে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। মাওলানা আমিনুল হক মীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নব দিগন্ত সম্পাদক, চেটেলাইট টিভি আইনিউজ, যায়যায়দিন প্রতিনিধি অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী, সুমন মিয়া, আশরাফুল আলম,সুফিয়ান,ওমর ফারুক, মেহেদী হাসান, নাছির উদ্দিন সোহেল, জোবায়ের হোসেন প্রমুখ।

Show more

 0 Comments sort   Sort By


Up next