close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Strax

VID20250418171039

6 Visningar· 18/04/25
shahadat hossain Munsy
shahadat hossain Munsy
6 Prenumeranter
6

⁣কচুয়া প্রেসক্লাবে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা।।
শাহাদাত হোসেন মুন্সীঃ চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবে সাংবাদিদের সাথে আগামীর কচুয়ার উন্নয়ন শির্ষক আলোচনায় আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল শুক্রবার বিকাল ৩ টার পর প্রেসক্লাব ভবনে প্রেসক্লাব সেক্রেটারি অধ্যাপক এমদাদুল্লার পরিচালনায় হাবিবুর রহমানকে সাংবাদিকরা ফুল দিয়ে করে নেয়।অনুষ্ঠানে পরিচিতি পর্বের পর ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান একে একে সকল সাংবাদিকের পরামর্শ মনোযোগ দিয়ে শুনেন। আলোচনায় উঠে আসে বিগত সময় যারা নির্বাচিত হয়েছে সবাই কচুয়ার উন্নয়নে ব্যস্ত না থেকে নিজের ও আত্নীয় স্বজনের সার্থ সিদ্ধি করেছেন। প্রধান আলোচকের বক্তবে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। প্রেসক্লাব সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে তিনি বলেন, দেশ নায়ক তারেক রহমান ঘোষিত বিএনপি ৩১দফা নিয়ে তিনি জনতার কাছে যাচ্ছেন, বিশেষ করে ৩১ দফার মধ্যে ২৭তম দফা নিয়ে কৃষকের অধিকার আদায় ও ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তির বিষয়ে একটি ডকুমেন্টারী তৈরি করছেন। তিনি আরো বলেন দল যাকে মনোনয়ন দেয় তার হয়ে তিনি নির্বাচনে কাজ করবেন। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুল মিজান, সাকিব,সায়েম মৃধা, এশিয়ান টিভি প্রতিনিধি আহসান হাবিব সুমন, ইনকিলাব প্রতিনিধি মাাওলানা নুরুল হক প্রধান, সাবেক সভাপতি আবুল হোসেন, সহ সভাপতি মাওলানা আবু হানিফ নোমান, ইসমাইল হোসেন বিপ্লব, জাাতীয় নব দিগন্ত
সম্পাদক,, চেটেলাইট টিভি আইনিউজ, যায়যায়দিন প্রতিনিধি অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী,, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন মোল্লা, খলিলুর রহমান প্রমুখ।

Visa mer

 0 Kommentarer sort   Sortera efter


Strax