close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

次に

VID-20250419-WA0014

3 ビュー· 19/04/25
Santha Miah
Santha Miah
加入者
0

⁣রূপগঞ্জে নৌকা ডুবিতে দশম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু

OVV

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় নৌকা ডুবিতে নিখোঁজ দশম শ্রেণির স্কুল ছাত্র জোবায়ের হোসেনের মরদেহ শনিবার উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরীদল। এর আগে গত শুক্রবার বিকেলে উপজেলার ভোলাবো এলাকায় শিতলক্ষা নদীতে নিখোঁজ হয় সে। নিহত জোবায়ের হোসেন ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপনের ছেলে। সে স্থানীয় ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনীতে অধ্যায়নরত ছিল।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী জানাস, ‘গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জোবায়ের হোসেন তার বন্ধু এসএসসি পরীক্ষার্থী সায়েম, সিয়াম ও রাব্বি দাউদপুর খেয়া ঘাট থেকে ভোলাবো এলাকায় আসার জন্য একটি ছোট নৌকা ওঠে। নৌকাটি নদীর মাঝামাঝি ভোলাবো ক্যাপিটাল ম্যারিনার সামনে পৌঁছুলে পানি উঠে ডুবে যায়। এ সময় সাঁতার কেটে সায়েম, সিয়াম ও রাব্বি নদীর তীরে উঠতে পারলেও ডুবে যায় জোবায়ের হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিল সে। শনিবার সকালে দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে নিখোঁজ জুবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করে।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に