close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

VID-20250311-WA0022

5 بازدیدها· 11/03/25
Nazmul haq Chowdhury
Nazmul haq Chowdhury
مشترکین
0

⁣ফকিরহাটে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন


বাগেরহাটের ফকিরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ সহ সারাদেশে প্রতিনিয়ত নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ ) সকাল ১১ টায় ফকিরহাট ডাকবাংলা চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আছিয়ার উপরে ঘটে যাওয়া নির্মম- নিষ্ঠুর ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষকের দ্রুত ফাঁসির দাবি জানান, তারা আরো বলেন ধর্ষকে এমন ভাবে শাস্তি দিতে হবে। সেই শাস্তি দেখে আর যেনো এই সোনার বাংলায় কেউ সাহস না পায়।
তারা আরো বলেন গত ৫-আগষ্ট স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জন হলেও আমাদের মা-বোনেরা একের পর এক ধর্ষণের শিকার হচ্ছে। ৮-বছরের বোন আছিয়াও ওই সকল লোলুপদৃষ্ট খারাপ মানুষের হাত থেকে রেহাই পায়নি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাদিয়া জামান,জান্নাতুল নাইম, লাহুল হুদা, লাবিব আহমদ প্রমুখ।

উল্লেখ্য, গত ৬ মার্চ বৃহস্পতিবার মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন আট বছর বয়সী মেয়ে শিশু আছিয়া। মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণি পড়ুয়া আছিয়া রমজান মাসের ছুটিতে স্কুল বন্ধ থাকায় বড় বোনের বাড়ি মাগুরার নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে শিশুটির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বর্তমান শিশুটির আশঙ্কাজনক অবস্থায় আইসিইউ তে চিকিৎসাধীন রয়েছে।

বি

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی