তিন চাকার গাড়িতে চার চাকার ফিল।

9 Mga view· 25/06/25
Badsha Alamgir
Badsha Alamgir
8 Mga subscriber
8

⁣তিন চাকার গাড়িতে চার চাকার ফিল। মানুষের শখের কোন শেষ নাই। কেউ সাজাচ্ছে বাড়ি গাড়ি আবার কেউ সেজেছে নিজেই। কুষ্টিয়া ঝিনাইদহের সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই অটো রিক্সাটি। এই অটো রিক্সা চালকের এক সময় শখ ছিল চার চাকার গাড়ি কেনা কিন্তু সেটি সম্ভব না হলেও তার এই শখ পূরণ করার জন্যই অটোরিকশাকে সাজিয়েছে নিজের মত করে। এ যেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি যানবাহন। তার এই অটোরিকশাটি সাজানো দেখে মনে হতে পারে অভিজ্ঞ কোন ডিজাইনার দিয়ে সাজিয়েছে তার এই গাড়িটি কিন্তু গাড়িচালকের সাথে কথা বলে জানতে পারি ডিজাইনটি তিনি নিজেই করেছেন। তিনি আরো বলেন গাড়িটি আমার অনেক স্বপ্নের। গাড়িটি আমার নিজের মতো করে সাজিয়েছি, আমার গাড়িতে সবকিছুই আপডেট। আমি ভবিষ্যতে গাড়িটি আরো বেশি সুন্দর করে সাজাবো।

Magpakita ng higit pa

 1 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Shies Hasan
Shies Hasan 11 araw kanina

অনেক ভালো লাগলো, সপ্নবাজের কথা শুনে।

0    0 Sumagot
Magpakita ng higit pa