close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

সিরাজগঞ্জে পিপুলবারিয়া বাজার এসড়ক দুর্ঘটনায় বেল্লাল মাস্টারের মর্মান্তিক মৃত্যু

22 بازدیدها· 03/09/25
জলিলুর রহমান জনি
1
که در جرم

জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নের হরিনা পিপুলবাড়িয়া বাজারে বুধবার সকাল ১০টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ঘোরাচোরা গ্রামের বাসিন্দা বেল্লাল মাস্টার (৫০) নিহত হন। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, বেল্লাল মাস্টার রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার সাথে ধাক্কা লাগলে তিনি সিএনজির নিচে পড়ে যান। সিএনজির নিচে চাপা পড়ার ফলে তার মাথার একপাশ থেঁতলে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।সিরাজগঞ্জ সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ অটোরিকশাচালককে আটক করে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে।ঘটনার খবর পেয়ে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, স্থানীয় মেম্বার আব্দুল মমিন এবং ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি দুধু খা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, "এ ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেজন্য প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।" তাদের মতে, এই ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন এবং জনগণের মধ্যে সমন্বয় প্রয়োজন।বেল্লাল মাস্টারের মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক দুর্ঘটনা রোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। স্থানীয়রা রাস্তা বন্ধ করে আগুন জ্বালিয়ে দেন।এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশে সড়ক নিরাপত্তা আইন এবং ট্রাফিক নিয়ম আরো কঠোরভাবে বাস্তবায়ন দরকার। এছাড়া, সড়ক ব্যবস্থাপনা উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি, যা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی