close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Bir sonraki

রানীশংকৈল ফলমুলের দোকানে সরাসরি প্রাইভেটকার ঢুকে গেছে।

5,447 Görünümler· 12/07/25
İçinde Ulusal

রানীশংকৈল সরাসরি প্রাইভেটকার ফলমূলের দোকানে ভিতরে।


⁣হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁও প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার মেইন শহরের উপর একটি ফল মূল ও কনফেশনের দোকানের ভিতরে। প্রাইভেট কার ঢুকে গেলে সে দোকানের অনেক ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা গেলে। দোকানের ডেকোরেশন ফ্রিজ অন্যান্য মাল প্রায় কয়েক লাখ টাকার জিনিস ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়। সেই ড্রাইভার খঞ্জনা নামে গ্রামের বাড়ি। রিপোর্টটি করা পর্যন্ত ড্রাইভার এর মূল হতিস পাওয়া যায়নি।

Daha fazla göster

 0 Yorumlar sort   Göre sırala


Bir sonraki