ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
পিরোজপুরের ভান্ডারিয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটছে প্রতিদিন।
জেলার ঐতিহ্যবাহী ভান্ডারিয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানদার ও লেবার শ্রমিকদের সাথে হামলার ঘটনা ঘটেছে।এতে দোকান মালিক মো: নাসির উদ্দিন কবিরাজ এর ছেলে শাকিল কবিরাজ এর বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী আলামিন ও তার সহযোগিরা জানান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটিয়েছে। তারা জানান দোকানদার না থাকায় দোকানদারের পিতা সুলতান কবিরাজ দোকানে থাকায় তিনি মালামাল নিয়ে কাটাকাটির সৃষ্টি হয় আলআমিন ও সহযোগীদের সাথে পরে হঠাৎ করে হামলা চালান মোহাম্মদ শাকিল কবিরাজ। স্থানীয়দের প্রচেষ্টায় মারামারি নিয়ন্ত্রণ হলেও পুরো বাজার উত্তপ্ত হয়ে যায়। পরে এ ঘটনারাকে কেন্দ্র করে লেবার শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সরদার তিনি উপস্থিত হয়ে দোকানে উপস্থিত থাকা সুলতান কবিরাজকে এবিষয়ে জানাতে গেলে সেখানেও প্রায় একই ঘটনা ঘটে। প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে ফ্লেভার শ্রমিক ইউনিয়নের এবং বাজার বাজার কমিটির যৌথ উদ্যোগে বিচার হয় এরপরে এই ঘটনার মীমাংসা হয়। এতে নাসির উদ্দিন কবিরাজ ক্ষমা প্রার্থনা করেন তার ফলে এই ঘটনাটি এখানেই সমাপ্ত হয়। এছাড়া ওই শাকিল কবিরাজির বিরুদ্ধে নানা প্রকারের অভিযোগ রয়েছে যেমন ভান্ডারী বাজারে পাটকাঠির দোকান ভান্ডারীয়া বাজারের ভিতরে হওয়ায়অনেক সময় মিশুক ইজিবাইকের উপরে এই পাটকাঠি বেঁধে নিয়ে আসার ফলে রাস্তার উপরে অবৈধভাবে টানানো পর্দায় বাজলে এভাবেই অতর্কিত হামলা চালানো হয়। এছাড়াও অভিযোগ রয়েছে যে কোন কাস্টমারের সাথে একটু দামাদামিতে না বনলেই এরকম ঘটনা ঘটে।