Suivant

অসুস্থ মোঃ মোস্তফা মিয়ার বাঁচার আকুতি—সহায়তার হাত বাড়িয়ে দিন সাঘাটা, গাইবান্ধা: জীবনের কঠিন এক

21 Vues· 09/05/25
mdzasimuddin
mdzasimuddin
Les abonnés
0
Dans National

শিরোনাম: অসুস্থ মোঃ মোস্তফা মিয়ার বাঁচার আকুতি—সহায়তার হাত বাড়িয়ে দিন

সাঘাটা, গাইবান্ধা:
জীবনের কঠিন এক সময় পার করছেন গাইবান্ধা জেলার সাঘাটা থানার মান্দুরা গ্রামের বাসিন্দা মোঃ মোস্তফা মিয়া। পিতা মৃত সাদেক আলী ব্যাপারীর সন্তান মোস্তফা মিয়া দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছেন এবং বর্তমানে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। অর্থাভাবে তার চিকিৎসা ও ন্যূনতম জীবনযাপন ব্যাহত হচ্ছে।

মোস্তফা মিয়া আই নিউজ বিডি-এর মাধ্যমে সরকার ও সমাজের হৃদয়বান, বৃত্তশালী মানুষদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। তিনি জানান, “আমি এখন সম্পূর্ণভাবে কর্মহীন, চিকিৎসার খরচ বহন করা আমার পক্ষে অসম্ভব। যদি কেউ একটু সহায়তার হাত বাড়িয়ে দেন, তবে হয়তো আমি আবার সুস্থ হয়ে বাঁচতে পারব।”

পোস্ট অফিস: ভরত খালি, থানা: সাঘাটা, জেলা: গাইবান্ধা—এই ঠিকানায় বসবাসকারী মোস্তফা মিয়ার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত করুণ। তার এই মানবিক আবেদন যেন সমাজের সহানুভূতিশীল মানুষদের হৃদয় স্পর্শ করে।

যারা সহায়তা করতে ইচ্ছুক, তারা সরাসরি তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন।

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant