Suivant

⁣নির্বাচন পিছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল

7 Vues· 11/11/25
Bidhan Das
Bidhan Das
Les abonnés
0
Dans Politique

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এবার নির্বাচন যদি আর পিছিয়ে দেওয়া হয়, তবে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।”

তিনি আরও বলেন, “সংস্কারের বিষয়ে যে বিষয়ে আমরা একমত হয়েছি, তার বাইরে কিছু জোর করে চাপিয়ে দিলে এর সমস্ত দায় নিতে হবে সরকারকেই।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নের কিশমত কেশুর বাড়ি লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, “একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা মুনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে।”

তিনি বলেন, “পিআর (Proportional Representation) পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্ভব নয়। এই পদ্ধতিতে দলের বাইরে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।

বিগত সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “এমন কাজ আমরা কেন করবো, জনগণ তাহলে আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াবে।”

তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে ১৫ মাসের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি “আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে চাই” বলেও উল্লেখ করেন তিনি।

সভায় ৪নং বড়গাঁও ইউনিয়ন শাখা বিএনপি সভাপতি আলহাজ্ব ডা: আহম্মদ আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুহিন
সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

শেষে দলীয় নেতৃবৃন্দ আগামীর আন্দোলনকে বেগবান করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাননি শেষ বারের মতো ধানের শীষে ভোট চান তিনি।

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant