הבא

কুতুবদিয়ায় পকেটমার ধরে মাথা ন্যাড়া করে দিল জনতা

28 צפיות· 22/03/25
Nazrul Islam
Nazrul Islam
8 מנויים
8


কুতুবদিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের কুতুবদিয়ায় পকেটমারের অভিযোগে এক যুবককে মাথা ন্যাড়া করে উত্তম মাধ্যম দিয়েছে জনতা। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার ধুরুং বাজারে এ ঘটনা ঘটে। তবে যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক এক বৃদ্ধার পকেট কেটে টাকা ছিনিয়ে নেওয়ার সময় ধরা পড়ে। ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সদস্য এম. হোছাইন জানান, কোরবানির ঈদের আগেও তাকে পকেটমারের সময় হাতেনাতে আটক করা হয়েছিল।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন যে, যুবকটিকে প্রশাসনের হাতে না দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যুবকের সঠিক পরিচয় এখনও জানা যায়নি।

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא