close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

अगला

কুষ্টিয়ায় শীর্ষ চরমপন্থী নেতা কালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মুকুল মেম্বার গ্রেপ্তার

30,004 विचारों· 30/07/25
Badsha Alamgir
Badsha Alamgir
7 ग्राहकों
7

⁣কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী মুকুল মেম্বার গ্রেফতার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও কালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মুকুল মেম্বারকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ দল।

আজ বুধবার (৩০ জুলাই ২০২৫) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, মুকুল দীর্ঘদিন ধরে নদীপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও গুলাগুলির মাধ্যমে কুষ্টিয়া ও আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

তিনি জাসদের গণবাহিনীর কালু বাহিনীর অন্যতম শীর্ষ সদস্য, এবং ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া দুটি মামলাতেও এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি।

সেই মামলায় জামিনে থাকলেও অপকর্ম থামাননি।

সম্প্রতি ৫ আগস্টের সবুজ হত্যা মামলায় মুকুলকে গ্রেফতার করা হয়। যাচাই-বাছাই করে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে।

গ্রেফতারের পর মুকুলকে আদালতে পাঠানো হয়েছে।


বাদশা আলমগীর

আঁই নিউজ বিডি

কুষ্টিয়া।

और दिखाओ

 0 टिप्पणियाँ sort   इसके अनुसार क्रमबद्ध करें


अगला