close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

次に

কুমিল্লায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি আটক করেছে বিজিবি

7,770 ビュー· 30/07/25
Rabiul Alam
Rabiul Alam
4 加入者
4

⁣কুমিল্লায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি আটক করেছে বিজিবি

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ জুলাই) ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার রসুলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের সহকারী পরিচালক এর নেতৃত্বে সীমান্ত পিলার ২০৮০/এম থেকে আনুমানিক ৭ কিলোমিটার ভেতরে রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় প্রায় ৪,৭৫,৮৪০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি আটক করা হয়।

আটককৃত বাজিগুলোর বাজারমূল্য প্রায় ৯৫ লাখ ৬৭ হাজার ২০০ টাকা বলে জানা গেছে।

বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মালামাল যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に