close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Tiếp theo

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের লড়াই শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়াব্য

26,259 Lượt xem· 24/07/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
10 Người đăng ký
10
Trong Chính trị

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের লড়াই শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়াব্যাপী। বাংলাদেশের সীমান্তে হত্যা হচ্ছে। বাংলাদেশ সীমান্তে মুসলিমদের পুশইন করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশে মুসলিম ঘৃণা ভারতের হিন্দুত্ববাদী সরকার বছরের পর বছর ছড়িয়েছে। আমাদের তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। পুরো দক্ষিণ এশিয়ায় মুসলিম এবং যত ছোট ছোট নৃগোষ্ঠী রয়েছে সকলের ঐক্য দরকার। আমরা সকলের ঐক্য গড়ে তুলবো। বাংলাদেশে মুসলিম, দলিত, নিপিড়িত মানুষের মাঝে আমরা সংহতি গড়ে তুলবো।
তিনি বলেন, আমাদের লড়াই মুজিববাদ এবং ফ্যাসিবাদী বন্দোবস্তের লড়াই। এ লড়াই আমরা জুলাই আগস্টে শুরু করেছিলাম। আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম। আমাদের এ লড়াই এখনও শেষ হয়নি। কারণ আমরা আমাদের নতুন বাংলাদেশ পাইনি। জনগণের পাশে আমাদেরকে আবারও দাঁড়াতে হবে। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবারও শুরু হচ্ছে। মুজিববাদ যে পুনর্বাসন হচ্ছে, চাঁদাবাজ, দখলদারিত্বের রাজনীতি শুরু হচ্ছে আমাদেরকে সে রাজনীতি ঠেকিয়ে দিতে হবে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বাংলাদেশে যে একতা, যে সংহতি তৈরি হয়েছে রাজনৈতিক দল এবং জনগনের মধ্যে সেই সংহতি ঐক্য আমাদের ধরে রাখতে হবে। তার মানে এই নয় যে, আমরা চাঁদাবাজদের প্রশ্রয় দেব। আমরা বলেছিলাম কোন সন্ত্রাসীকেও বিচার বহির্ভূতভাবে হত্যা করা হবেনা। আমার ভিন্ন মতের অধিকারী হলেও আমি তার মানবাধিকারের পক্ষে থাকবো। আমরা দেখেছি যৌথবাহিনী দ্বারা যুবদলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা যেমন চাঁদাবাজির বিরোধীতা করি, তেমনি বিচার বহির্ভূত হত্যারও বিরোধীতা করি।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান টাউন হলের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সারজিস আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন এনসিপি’র সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিপা, ডা. তাসনিম জারা, আব্দুল হান্নান মাসুদ, নাহিদ উদ্দিন তারেক প্রমূখ। এর আগে তারা সার্কিট হাউজে জেলায় শহীদ পরিবারগুলোর সাথে মতবিনিময় করেন। পরে সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

Cho xem nhiều hơn

 1 Bình luận sort   Sắp xếp theo


খায়রুল ইসলাম
খায়রুল ইসলাম 24 ngày trước kia

চলিয়া যান

0    0 Đáp lại
Cho xem nhiều hơn

Tiếp theo