ইরান নিজেকে এই সংঘাতে সরাসরি জড়াবে না//@mfakrul84
3
0
25 vistas·
09/05/25
২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ নতুন মাত্রায় পৌঁছেছে। ভারতীয় কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জবাবে ভারত "অপারেশন সিন্ধুর" নামে একাধিক বিমান হামলা চালায় পাকিস্তানের অভ্যন্তরে। পাকিস্তান এই হামলাকে "যুদ্ধের ঘোষণা" বলে প্রতিক্রিয়া জানায়।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন, বিশেষ করে দুই দেশের পারমাণবিক অস্ত্র থাকার কারণে। এ অবস্থায় আলোচনায় এসেছে ইরান—একটি প্রভাবশালী আঞ্চলিক শক্তি, যেটি অতীতে কখনো কখনো মধ্যস্থতাকারীর ভূমিকায় আগ্রহ দেখিয়েছে।
Mostrar más
0 Comentarios
sort Ordenar por