ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Other
InShot_20250614_005214145
শুক্রবার রাতে বাঁশখালী শীলকুপে আগুন লেগে ১২টি দোকান পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও কাপড় দিয়ে পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
শুক্রবার ১৩ জুন বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ নগদ অর্থ ও কাপড় তুলে দেন।
এসময় শীলকুপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, শীলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ডাক্তার ইউনুস,সাবেক সদস্য সচিব হাজ্বী ইউনুস,জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক বাহাদুর আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব দিদারুল আলম,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির,সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সওদাগর, মোহাম্মদ জিয়াউর রহমান, বিএনপি নেতা ছগির, যুবদল নেতা গিয়াস উদ্দীন সিকদার, সিরাজ, মফজল আহমদ, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ সভাপতি তানিম, ছাত্রদল নেতা তালেব, আলী ইসলাম ও শাকিব প্রমুখ।
উল্লেখ্য, ১৩ জুন শুক্রবার রাতে শীলকূপের পশ্চিম মনকিচর ২ নম্বর ওয়ার্ডের হেডপাড়া কালু মাঝির বাড়িতে অগ্নিকান্ডে ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন- মৃত আলী আকবরের পুত্র আবুল কালাম বাবুল, মৃত আলী হোসেন এর স্ত্রী মরিয়ম বেগম, মৃত আলী আকবরের পুত্র নুরুল আলম, কালু মাঝির কন্যা রেহানা বেগম, কালু মাঝির পুত্র মনির উদ্দিন ও নুর মোহাম্মদ, মো. হোছাইনের স্ত্রী মিনার বেগম, মৃত মোহাম্মদ আলীর স্ত্রী রোজিনা বেগম, কালু মাঝির স্ত্রী রহিমা বেগম, মো. হোসনের পুত্র মো. শাকিল, নুরুল আলমের মেয়ে কহিনুর।