Berikutnya

হবিগঞ্জে জুলাই স্মৃতি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান

3 Tampilan· 18/07/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
10 Pelanggan
10
Di Politik

⁣হবিগঞ্জে জুলাই পুর্নজাগরণ অনুষ্ঠান-২০২৫ এর অংশ হিসেবে জুলাই স্মৃতি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস পয়েন্টে এ প্রতিযোগিতার উদ্ধোধন করেন জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান।

এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, সিভিল সার্জন ডাঃ রতন দ্বীপ বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ নুরুল ইসলাম, বিএনপির জেলা যুগ্ম আহবায়ক এনামুল হক, জেলা জামাতের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কারী মহশিন আহমেদ। পরে প্রতিযোগিতাটি ধুলিয়াখাল থেকে শহরের আধুনিক ষ্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
এ সময় ১৮ জন ম্যারাথনবীদের হাতে পুরষ্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান তার ভাষনে বলেন জুলাই গণঅভ্যুত্বান কে স্মরণ করতেই এই প্রতিযোগিতা। তাদের উদ্দেশ্য ছিলো বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা, এদেশের মানুষের কথা বলার অধিকার পিরিয়ে দেয়া।

Menampilkan lebih banyak

 0 Komentar sort   Sortir dengan


Berikutnya