close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Hasta la próxima

গাজীপুরের সাংবাদিক হত্যার বিচার চেয়ে জবি সাংবাদিক সমিতির মানববন্ধন

18 vistas· 09/08/25
Imtiaz Uddin
Imtiaz Uddin
Suscriptores
0

⁣গাজীপুরে সাংবাদিক হত্যার বিচার চেয়ে জবিসাসের মানববন্ধন

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস)।

শুক্রবার (৮ আগস্ট) জুমা'র পরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ মানববন্ধন করেন তারা।

এসময় জবিসাসের সদস্য ও দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক (জবির রসায়ন বিভাগের শিক্ষার্থী) রাকিবুল ইসলাম বলেন, “ গাজীপুরের ঘটনায় আমরা ব্যথিত। এই ঘটনা আমাদের ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরকে মনে করিয়ে দেয়।নির্বিচারে যেভাবে ১৯৭১ সালে ওইদিন হত্যা করা হয়েছিল সাংবাদিকদের, আজও ঠিক তেমনি ঘটনা ঘটছে। আমরা অন্তর্বর্তী সরকারকে মনে করিয়ে দিতে চাই যে চব্বিশের গণ অভ্যুত্থানে নির্বিচারে সাংবাদিকদের হত্যা করা হয়েছে। এখন এসময় এসেও সাংবাদিকদের কন্ঠরোধ করা হচ্ছে। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।”

জবিসাসের সহ-সভাপতি ও দ্য ডেইলি সানের সাংবাদিক (জবির আইন ও ভূমি ব্যবস্থাপনার শিক্ষার্থী) আসাদুল ইসলাম জানান, “রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এই ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের উপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং পুনরায় স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।”

মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে জবিসাসের সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি (জবির বাংলা বিভাগের শিক্ষার্থী)ইমরান হুসাইন বলেন, “আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরি। কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।"

এ সময় মানববন্ধনে জবিসাসের সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি মো. জুনায়েত শেখের সঞ্চালনায় সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক ও নয়াদিগন্তের প্রতিনিধি নুর আলম, কার্যনির্বাহী সদস্য ও আমার সংবাদের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দ্য নিউ নেশনস এর আব্দুর রাকিব, আমাদের সময়ের প্রতিনিধি রাকিবুল ইসলাম, ডেইলি স্টারের প্রতিনিধি রাকিবসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ডের নিন্দা ও বিচারের দাবি জানিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

###

Mostrar más

 3 Comentarios sort   Ordenar por


Md Rafin
Md Rafin 3 días hace

V

0    0 Respuesta
Minti Ahmmed
Minti Ahmmed 4 días hace

S

1    0 Respuesta
Md Hamidul Islam
Md Hamidul Islam 5 días hace

?

2    0 Respuesta
Mostrar más

Hasta la próxima