close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

চোরাই মালামালসহ আটক-১

16 ビュー· 04/06/25
Nazrul Islam
Nazrul Islam
9 加入者
9
犯罪

⁣কক্সবাজারের
কুতুবদিয়ায় অভিযান চালিয়ে মন্দিরের চুরাই মালামালসহ মনির আলম নামের এক চুরকে
গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশ।

থানা
সূত্রে জানা গেছে, গোপন
সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) হাসমত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে বড়ঘোপ ইউনিয়নের ঘোনার মোড় গ্রামের ফরিদুল আলমের ছেলে মোঃ মনির আলমকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে নিজ বসতঘর হতে ০১টি ব্যাটারী, ০১টি গ্যাস সিলিন্ডার ও ০২ চুলা বিশিষ্ট গ্যাসের চুলা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী জনৈক চন্দন পালের ওয়ার্কশপ দোকান হতে মন্দিরে ব্যবহৃত পিতলের ০১টি ঘন্টি, ০৩টি থালা,০১টি কাসা এবং ১টি প্রদীপ রাখার স্ট্যান্ড উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: আরমান হোসেন।

もっと見せる

 0 コメント sort   並び替え