close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

A seguir

চাঁদ রাতে বাজারে মানুষের ঢল

6 Visualizações· 30/03/25
Nazrul Islam
Nazrul Islam
9 Assinantes
9

⁣রমজানের শেষ মুহূর্তে কুতুবদিয়ার বড়ঘোপ বাজারে কেনাকাটার ধুম

রমজান মাসের শেষ রবিবার (২৯ রমজান) কুতুবদিয়ার বড়ঘোপ বাজারে অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের প্রস্তুতি ও শেষ মুহূর্তের কেনাকাটা করতে স্থানীয়দের উপচে পড়া ভিড়ে বাজারটি প্রায় অচল হয়ে পড়ে। স্থানীয়রা জানান, বাজারের সরু গলিগুলো পর্যন্ত মানুষে মানুষে পরিপূর্ণ ছিল, ফলে সাধারণ চলাচল করাও কঠিন হয়ে পড়েছিল।

বাজারের দোকানিরা জানান, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় তুঙ্গে উঠেছিল। অনেকেই শেষ সময়ে জরুরি জিনিসপত্র কেনার জন্য দৌড়াদৌড়ি করছিলেন। পোশাক, জুতা, খাদ্যপণ্য ও ঈদের অন্যান্য সামগ্রী কেনায় ব্যস্ত ছিলেন ক্রেতারা।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, *"প্রতি বছরের মতো এবারও শেষ দিনে বাজারে চাপ বেড়েছে। অনেকেই বেতন পেয়ে শেষ মুহূর্তে কেনাকাটা সেরে নিচ্ছেন। তবে এত ভিড়ে হাঁটতেও কষ্ট হচ্ছিল।"*

বাজার কমিটির সদস্যরা অতিরিক্ত ভিড় সামাল দিতে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সহায়তা নেন। তবে ঈদের আগে এমন চাপ সাধারণ ঘটনা বলে জানান তারা।

ঈদের দিন বাজারটি স্বাভাবিক থাকলেও রমজানের শেষ দিনের এই ভিড় স্থানীয়দের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

Mostre mais

 0 Comentários sort   Ordenar por


A seguir