اگلا

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার ইয়াবা জব্দ

28 مناظر· 12/10/25
Rabiul Alam
Rabiul Alam
4 سبسکرائبرز
4

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে এক কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি-এর আওতাধীন গোলাবাড়ী পোস্টের টহল দল বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্তের প্রায় ১০০ গজ ভেতরে কেরানীনগর এলাকায় মালিকবিহীন অবস্থায় ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লক্ষ টাকা। আটক করা মাদকদ্রব্যগুলো পরবর্তীতে বিধি মোতাবেক নিস্পত্তি করা হবে।

বিজিবি আরও জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার দমন করতে কুমিল্লা ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকবিরোধী ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নে বিজিবি নিয়মিতভাবে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করছে।

مزید دکھائیں

 0 تبصرے sort   ترتیب دیں


اگلا