close
লাইক দিন পয়েন্ট জিতুন!
বিএনপির এর কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ঝালকাঠিতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি।
1
0
15,660 بازدیدها·
26/07/25
که در
سیاست
ঝালকাঠি জেলা বিএনপির আয়োজনে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি পালন। এতে উদ্বোধক হিসেবে থাকবেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মো: শাহাদাত হোসেন।প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মাসুদ আহমেদ মিলন সাবেক যুগ্ম সাধারন সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি।প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব কামরুজ্জামান সাবোক সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব গোলাম আজম সৈকত সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্র দল কেন্দ্রীয় কমিটি।সভাপতিত্ব করবেন এ্যাড. জনাব মো: সৈয়দ হোসেন আহবায়ক জেলা বিএনপি ঝালকাঠি। এছাড়াও উপস্থিত ছিলেন নিউইয়র্ক মাহানগর বিএনপির দক্ষিণ ( যুক্তরাষ্ট্র) এর সভাপতি সেলিম রেজা সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
بیشتر نشان بده، اطلاعات بیشتر
ধন্যবাদ