বেড়িবাঁধহীন দ্বীপে আতঙ্কই নিত্যসঙ্গী
1
0
3,706 Lượt xem·
04/08/25
Trong
Quốc gia
নজরুল ইসলাম, কুতুবদিয়া
(কক্সবাজার) প্রতিনিধি
দ্বীপ উপজেলা কুতুবদিয়াতে জোয়ারের বৃদ্ধির
কারণে স্বাভাবিকই জনপদ ডুবে যাচ্ছে। বঙ্গোপসাগর সৃষ্ট নিম্নচাপ ও দমকা বাতাসে
সাগরে যখন উত্তাল থাকে, কুতুবদিয়ার লোকালয়গুলো সাগরের একটা রকম
পানির নিচে তলিয়ে যায়। গত শুক্রবার (২৫ জুলাই) এমনই একটি অস্বাভাবিক জোয়ারে
প্লাবিত হয়েছিল আলী আকবর ডেইল ইউ
জোয়ারের জলে সাইট পাড়া, কাজির
পাড়া, তেলিপাড়া, জেলে পাড়া, বায়ু বিদ্যুৎ
এলাকা ও আনিচের ডেইলসহ বিস্তীর্ণ এলাকা ভেসে যায়। অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে,
বাড়ির লোকেরা কাকা-মামা-দাদা-দাদীর বারান্দায় কিংবা স্কুলঘরে আশ্রয়
নিয়েছে। ক্ষয়ক্ষতির হিসাব দিনদিন বেড়েছে।
Cho xem nhiều hơn
0 Bình luận
sort Sắp xếp theo
