下一个

বাংলার শরৎ -১৪৩২, বিশেষ প্রতিবেদন - শরৎএর কাশফুল। প্রতিবেদক মোঃ মেহেদী হাসান

13 意见· 29/09/25
Md Mehedi Hasan
4
娱乐

⁣"বাংলা পঞ্জিকার তৃতীয় ঋতু — শরৎ।

বর্ষার শেষ বেলায় ধুয়ে-মুছে প্রকৃতি যখন জেগে ওঠে,

ঠিক তখনই মেঘলা আকাশের ফাঁকে দেখা মেলে নীলের হাসি।
শুরু হয় শরৎ ঋতুর আগমন,

আর এই ঋতুর সবচেয়ে মায়াবী দূত — *কাশফুল*।
সবুজ ঘাসের মাঝে শুভ্র কাশফুলের দোলা যেন প্রকৃতির শুভেচ্ছা বার্তা।

বলে দেয়, ‘আমি এসেছি…’

ঈদের নতুন জামার মতো সাদা আর কোমল।
শরতের আকাশ, পেঁজা তুলোর মেঘ আর মাঠভরা কাশফুল —

এই তিন মিলেই বাঙালির হৃদয়ে বাজে অন্যরকম সুর।
কাশফুল শুধু একটি ফুল নয়,

এটি আগমনের প্রতীক —

দুর্গাপূজার, শুভ সময়ের, আর *বাংলা সংস্কৃতির রঙের*।
সোশ্যাল মিডিয়ায় এই সময় কাশফুল ঘিরে বাড়ে মানুষের আগ্রহ,

হাজারো ছবি, ভিডিও আর কবিতার উৎস হয়ে দাঁড়ায় এই এক ফুল।
প্রকৃতির এই সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় —

এখনও পৃথিবী কত সুন্দর হতে পারে।

শুধু দরকার, কিছু সময় প্রকৃতির পাশে দাঁড়ানো।
আসুন,

এই শরতে আমরা কাশফুলের মতো শুভ হই, সাদা হই, শান্ত হই।

উৎসবের রঙে সবাই মিলে রাঙিয়ে তুলি চারপাশ।
কাশফুল ফুটেছে, শরৎ এসেছে — শুভ হোক আগমন।
#শরৎ #কাশফুল #বাংলারঋতু #ঋতুরছোঁয়া #durgapuja #naturelover #KashfulVibes

显示更多

 0 注释 sort   排序方式


下一个