Susunod

বাজিতপুরে অটো চালককে বেধড়ক মারধরের ঘটনায় থানায় অভিযোগ।

52 Mga view· 14/08/25
MD JAHANGIR ALAM
MD JAHANGIR ALAM
3 Mga subscriber
3

কিশোরগঞ্জের বাজিতপুরে মনির হোসেন নামে এক অটো চালককে বেধড়ক মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেছে আহত অটো চালকের মা মনোয়ারা বেগম।

উপজেলার সরারচর ইউনিয়নের নুরপুর গ্রামের মো: ফারুক মিয়া ও সবুজ মিয়াসহ মোট সাতজনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়া হয়।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ১১ আগষ্ট সকাল আনুমানিক ৮ টার দিকে অটোগাড়ি নিয়ে সরারচর যাওয়ার পথে নুরপুর এয়ারপোর্টের সামনে পাকা রাস্তার উপর গাড়ী আটকিয়ে অটোচালক মনির হোসনকে মারধর করা হয়। এতে গুরুত্বর আহত হয় অটোচালক মনির হোসেন।

আহত অটোচালকের বড় ভাই মোঃ হাবিব মিয়া জানান, মনিরকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে হত্যার উদ্দেশ্যে গর্তের পানিতে ডুবিয়ে রাখে। বর্তমানে আমার ভাইয়ের অবস্থা খারাপ, ভাগলপুর জহুরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে।

তিনি আরো বলেন, গত ৩০ জুলাই সরারচর রেলস্টেশনের পশ্চিমপাশে অটোস্ট্যান্ডে গাড়ির সিরিয়াল নিয়ে আমার ভাই মনির ও ফারুকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই আমার ভাইকে গুরুতর আহত করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ফারুক মিয়ার মুঠোফোনে (০১৮২৯৬৮৩৮৫৮) বারবার কল দিয়েও বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুরাদ হোসেনকে মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Magpakita ng higit pa

 0 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Susunod