close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Trending

Shazzadul Alam Khan
32 Visninger · 2 dage siden

⁣ভালুকায় বিপ্লব ও সংহতি দিবসে যুবদল নেতা মিলটনের নেতৃত্বে র‍্যালি

Shazzadul Alam Khan
15 Visninger · 2 dage siden

⁣ভালুকায় বিপ্লব ও সংহতি দিবসে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে যুবদলের র‍্যালি

Salahuddin Ahmed
9 Visninger · 2 dage siden

⁣দিনাজপুর ২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার > দিনাজপুরের ২ ( বিরল-বোচাগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আজ শুক্রবার দ্বিতীয় দিনের মত বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপির তৃণমুলের নেতাকর্মীসহ হাজার হাজার নারী পুরুষ । কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নেন বয়োবৃদ্ধ সমর্থকরা। এসময় রাস্তার উপর শুয়ে বিক্ষোভ করেন তারা। একই দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।

দিনাজপুর ২ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে সাদিক রিয়াজ পিনাক চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষনা করায় ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমুলের নেতাকর্মী সমর্থকেরা। গতকাল এবং দ্বিতীয় দিনে রাজপথ মাতিয়ে তোলেন দলের নেতাকর্মীরা।
গত ১৫ বছরে দলের দুর্দিনে পিনাকের নিষ্ক্রীয় ছিলেন বলে অভিযোগ তুলেছেন বিক্ষোভকারিরা। আওয়ামী লীগ সরকার আমলে হাজার হাজার নেতাকর্মী গায়েবী মামলা হাজতবাসসহ হয়রানীর শিকার হলেও পিনাক চৌধুরী ছিলেন ধরা ছোয়ার বাইরে। তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পরিবারের সাথে তার মামা ভাগ্নে সম্পর্ক বলে অভিযোগ তুলে তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিচ্ছেন তৃণমুলের নেতাকর্মীরা। মনোনয়ন বোর্ড প্রার্থী হিসেবে তার নাম ঘোষনা করায় ক্ষোভে ফুসছেন তারা।
ঘোষিত মনোনয়নের প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজপথে নেমেছেন তারা। আজ শুক্রবার দুপুরে বিরলে বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন শেষে মৌন মিছিল বের করেন তারা। মিছিল শেষে একই মঞ্চে বক্তব্য দেন দলের মনোনয়ন প্রত্যাশি বিএনপি'র জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিরলের সাবেক উপজেলা চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশিদ কালু, জেলা কমিটির সহসভাপতি মোজাহারুল ইসলাম এবং জেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলামসহ অন্যান্যরা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর পরিবর্তে ওই তিনজনের মধ্যে যে কোন একজনকে প্রার্থী ঘোষনার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় নিশ্চিত আসনটি হারানোর আশংকা করছেন তারা।
###

Abu Rayhan
8 Visninger · 2 dage siden

⁣দিনাজপুর-২( বিরল বোচাগঞ্জ) আসনে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর মনোনয়ন পুনর্বিবেচনার জন্য গণবিক্ষোভ অনুষ্ঠিত।

Shazzadul Alam Khan
7 Visninger · 2 dage siden

⁣ভালুকায় ৭ নভেম্বর উপলক্ষে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

Shazzadul Alam Khan
7 Visninger · 1 dag siden

⁣ধীতপুরে ৩১ দফা প্রচারে বিএনপি’র লিফলেট বিতরণ ও গণসমাবেশে ফখরুদ্দিন আহমেদ বাচ্চু

Shazzadul Alam Khan
5 Visninger · 2 dage siden

⁣ভালুকায় বিপ্লব ও সংহতি দিবসে ছাএদল নেতা ইন্জিনিয়ার রিয়াদ পাঠানের নেতৃত্বে র‍্যালি

Shazzadul Alam Khan
5 Visninger · 1 dag siden


ধীতপুরে উঠান বৈঠক ও শাড়ি-লুঙ্গি বিতরণ, উপস্থিত ছিলেন মোর্শেদ আলম

Mosaraf azad Monsur
5 Visninger · 1 dag siden

কক্সবাজার জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল মিছিল উত্তর সমাবেশে অনুষ্ঠিত।

Salahuddin Ahmed
4 Visninger · 34 minutter siden

দিনাজপুর ২ ( বিরল- বেচাগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার গতকাল শনিবার নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে মোটর সাইকেল বহরে শো- ডাউন করেছেন সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। শহরতলীর কাঞ্চন মোড়ে এশিয়া ফিলিং ষ্টেশন চত্তরে জোড় হয়ে নির্বাচনী এলাকায় ভোটারদের দৃষ্টি আকর্ষনে ছুটে চলে মোটর সাইকেলের বহর। এসময় একটি ট্রাকে চড়ে হাত নাড়েন বিএনপির প্রার্থী পিনাক।

M Rasel Ahmed
4 Visninger · 19 timer siden

⁣বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, ম্যাটস ইনস্টিটিউটটা চালু হলে আমাদের এলাকার ছেলে-মেয়েরা চিকিৎসা বিষয়ে পড়ার বড় সুযোগ পেতো। দীর্ঘদিন বন্ধ থাকায় অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই সরকার দ্রুত এটি চালু করুক।

Alamin hosen suvo
3 Visninger · 2 dage siden

শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ঢাকা দুই আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ তৌফিক হাসান এর সৌজন্যে আমিনবাজার ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প, নারী ও পুরুষের জন্য রয়েছে আলাদা আলাদা অবস্থা, ফ্রি মেডিকেল ক্যাম্পের সুবিধা নিচ্ছে সাধারণ জনগ।

Mehedi Hasan
3 Visninger · 22 timer siden

⁣ফজরের পর থেকে চরদিগলদীর জিতরামপুরে চলছে সংঘর্ষ

Abdullah Ibne Khalid
3 Visninger · 22 timer siden

জাতীয় সংসদ নির্বাচন নাকি গণভোট সাধারণ মানুষের ভাবনা কি আমরা জানতে চেয়েছিলাম মতিঝিলে সাধারণ মানুষের কাছে।

Shazzadul Alam Khan
3 Visninger · 2 dage siden

⁣৭ নভেম্বর র‌্যালিতে অংশ নিলেন শাহ্ মোঃ সুজন নেতৃত্বে ভালুকা শ্রমিকদল

Shazzadul Alam Khan
3 Visninger · 2 dage siden

⁣ঐতিহাসিক ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতির দিনে জিয়াউর রহমান স্মরণে মোহাইমিনুল ইসলাম তালুকদার

MD IMRAN MUNSHI
3 Visninger · 2 dage siden

​ঝালকাঠি:
ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ঝালকাঠি জেলা বিএনপি এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত এই র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।


​র‍্যালি শেষে এক সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপি'র সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এ্যাডঃ শাহাদাৎ হোসেন। তিনি বলেন, এই দিনটি সিপাহী-জনতার ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন। তিনি নেতাকর্মীদের ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।


​কাঠালিয়া:
এদিকে, একই দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলাতেও সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকতের নেতৃত্বে একটি বর্নাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।
​এই র‍্যালিতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা তৃণমূল পর্যায়ে দিবসটির গুরুত্ব ও দলের সংহতি প্রকাশ করে। বক্তারা শহীদ জিয়ার নীতি ও আদর্শ অনুসরণ করে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Monsur Alam
3 Visninger · 2 dage siden

⁣বিপ্লব ও সংহতি দিবসে ফেনী জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

⁣ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুর রহমান জাহিদ অসুস্থ, উন্নত চিকিৎসার জন্য ঢাকায়


ঠাকুরগাঁও প্রতিনিধি,
হাসিনুজ্জামান মিন্টু,,


ঠাকুরগাঁও-৩(পীরগঞ্জ-রাণীশকৈল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জনপ্রিয় রাজনৈতিক নেতা মোঃ জাহিদুর রহমান জাহিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। স্বাস্থ্যগত জটিলতা দেখা দিলে বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে দ্রুত দিনাজপুরের একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, তাঁর শারীরিক অবস্থার কিছু সমস্যা দেখা দেওয়ায় দ্রুত পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে।

নেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে পীরগঞ্জ ও রাণীশংকৈলসহ ঠাকুরগাঁও জুড়ে দোয়া ও প্রার্থনার আবহ তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সকলের প্রার্থনা—
আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করে আবারও জনগণের মাঝে ফিরিয়ে দেন।

Md Hamidul Islam
2 Visninger · 2 dage siden

⁣হাসান মামুনকে কেন্দ্র করে স্লোগানে-স্লোগানে মুখরিত হয়ে ওঠে গলাচিপা। হাজার হাজার মানুষের ঢলে শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমাবেশ ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

Monsur Alam
2 Visninger · 1 dag siden

⁣ধানের শীষে ভোট দিতে ঐক্যের আহ্বান ভিপি জয়নাল আবেদিনের,,,


Salahuddin Ahmed
2 Visninger · 1 dag siden

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > সকালে শহরের ইনস্টিটিউট চত্তর থেকে বনার্ঢ্য র‍্যালী শেষে শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধা সমাবেশ। এর আগে জাতীয় সংগিত পরিবেশনসহ জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক নঈম জাহাঙ্গীর, সাদেক আহমেদ খান, সচিব কেন্দ্রীয় কাউন্সিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, এ ছাড়াও আরোও বক্তব্য রাখেন আবুল বাশার, মনসুর আলী সরকার, নুরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের আহ্বায়ক মোকশেদ আলী মঙ্গলীয়া।
আলোচনা সভা শেষে ৬জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

Md Hamidul Islam
2 Visninger · 2 dage siden

⁣ঐতিহাসিক সংহতি দিবস উপলক্ষে গলাচিপায় মনোনয়নপ্রত্যাশি হাসান মামুনের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচি জনস্রোতে রূপ নেয়। স্লোগানে–স্লোগানে মুখরিত পুরো এলাকা উৎসবের আমেজ সৃষ্টি করে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের বিশাল উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

Asraful Alam
2 Visninger · 21 timer siden

ঢাকা-৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের শোডাউনে জনস্রোত, নেতৃত্বে মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী

ঢাকা, ৮ নভেম্বর ২০২৫ — আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা মার্কা)-এর পক্ষ থেকে এক বর্ণাঢ্য নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টার দিকে দলের প্রার্থী মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী-এর নেতৃত্বে এই শোডাউন শুরু হয়।

প্রচারণার শুরু হয় শ্যামপুর থেকে, এরপর পর্যায়ক্রমে যাত্রাবাড়ি (আংশিক), মীরহাজিরবাগ, ধোলাইপাড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। শোডাউনে দলীয় কর্মী-সমর্থক ছাড়াও স্থানীয় সাধারণ মানুষও অংশ নেয়। অনেকেই দলীয় পতাকা ও হাতপাখা মার্কার ব্যানার হাতে নিয়ে স্লোগান দেন—
“হাতপাখায় ভোট দিন, শান্তির বাংলাদেশ গড়ুন!”

গণমিছিলের সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দলীয় কর্মীরা লিফলেট বিতরণ করেন এবং ঘরে ঘরে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শ তুলে ধরেন। উপস্থিত জনতার মুখে শোনা যায়,
“অনেক মার্কা দেখা হলো, এবার হাতপাখায় ভোট দিয়ে শান্তি লাভ করতে হবে।”

শোডাউনের কারণে কিছু স্থানে হালকা যানজটের সৃষ্টি হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা তা অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে নিয়ন্ত্রণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শোডাউন নির্বাচনী মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপস্থিতি আরও সুদৃঢ় করেছে। জনসাধারণের অংশগ্রহণ ও উৎসাহ দলটির পক্ষে এক ইতিবাচক বার্তা বয়ে এনেছে।

Md Mutasim Billah Bayzid
2 Visninger · 2 dage siden

⁣এখনও জামালপুর-৩ এর বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় গণ সংযোগ করছেন সাদিকুর ইসলাম সিদ্দিকী।

MD IMRAN MUNSHI
2 Visninger · 12 timer siden

⁣ঝালকাঠি-২ আসনে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে ঘিরে দলীয় কোন্দল ও ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে এই আসনে, যা নলছিটি ও ঝালকাঠি সদর এলাকা নিয়ে গঠিত, দলের অভ্যন্তরীণ ব্যাপারে বিভাজনের একটি উদ্রেক দেখা গেছে। ইসরাত সুলতানা সম্প্রতি যখন তার মনোনয়ন লাভ করলেন, দলের বেশ কিছু মহল থেকে তীব্র আপত্তি উঠে আসতে শুরু করেছে। যা তাকে ঘিরে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সঙ্গে যুক্ততা এবং দীর্ঘ সময় দলের কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশ না নেয়ার অভিযোগকে কেন্দ্র করে বিস্তৃত হয়েছে। দলের মধ্যে বিভিন্ন সময়ে সংকটময় পরিস্থিতিতে তার অনুপস্থিতি এবং নিষ্ক্রিয়তার প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা।

এরপর মনোনয়নপ্রাপ্তির পর থেকেই অন্যান্য প্রার্থীরাও প্রশ্ন তুলেছেন; যেমন জেবা আল আমিন ও অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, তারা দলের দুঃসময়ে ইসরাত সুলতানার কোথায় ছিলেন তা জানতে চেয়েছেন। এছাড়াও, তার বিরুদ্ধে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেয়ার অভিযোগও উঠেছে, যা পরিস্থিতি আরো উত্তপ্ত করে তুলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের একটি বড় অংশের ক্ষোভ দেখা যাচ্ছে, যেখানে তারা দাবি করছেন যে ইসরাত সুলতানার গত পাঁচ বছরে কোনো কার্যকরী ভূমিকা ছিল না। নেতাকর্মীরা এই মনোনয়নকে বোধগম্য করতে পারছেন না এবং তাদের ভাষায় এমন ব্যক্তি দলের জন্য ক্ষতিকর হতে পারে।

এছাড়াও, ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: শাহিন হোসেন তার ক্ষোভ সামাজিক মাধ্যমের মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন যে ২০০১-২০০৬-এ ইসরাত সুলতানা কোথাও ছিলেন না এবং দলের প্রতি নিঃস্বার্থ ত্যাগই তাদের গুরুত্বপূর্ণ গুণ বলে না উল্লেখ করে, ২০০৮ সালের নির্বাচনে লঞ্চে পালানোসহ নানা আপত্তিজনক ব্যবস্থা গ্রহণ করেছেন। দলের পরীক্ষিত নেতারা এসব ঘটনায় গভীর হতাশা প্রকাশ করছেন এবং তাই এই মনোনয়নের পুনর্বিবেচনা করার তাগিদ দিচ্ছেন। তাদের মতে, দলের প্রকৃত ত্যাগী নেতাদের অবহেলা করে এমন কাউকে মনোনয়ন দেওয়া মারাত্মক ভুল হতে পারে, যা সংগঠনের ভবিষ্যতকে প্রভাবিত করতে পারে।

IBRAHIM SHEAK
2 Visninger · 7 timer siden

⁣🌾 ঝিনাইদাহ 🌾 কালিগঞ্জ🌾
৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও জাতীয় সংহতি দিবস উপলক্ষে- সমাবেশ রেলি ও শোভাযাত্রা পালন করেন ঝিনাইদহ ৪ আসনের গণমানুষের নেতা,ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কেন্দ্রীয় সংসদ, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।🌾 নির্দেশনায় কালিগঞ্জ সৃষ্টির পর থেকে এত লোক সমাগম আর কখনো দেখেনি কালীগঞ্জবাসী।🌾

Md Hamidul Islam
2 Visninger · 3 timer siden

⁣গলাচিপা–দশমিনা এলাকায় সর্বস্তরের জনসাধারণের দাবি—এবার কেন্দ্রীয় সিদ্ধান্ত নয়, স্থানীয় জনগণের একক মতামতের ভিত্তিতে হাসান মামুনকে এমপি হিসেবে দেখতে চান তারা। জনমানুষের এই ঐক্যবদ্ধ অবস্থান আসন্ন নির্বাচনে নতুন আলোচনা তৈরি করেছে।

Monsur Alam
1 Visninger · 2 timer siden

⁣জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মমতাজ মিয়ার হাটে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত


Md Faysal
1 Visninger · 12 minutter siden

বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা 16 আসনের জননেতা জনাব আমিনুল হক ভাইয়ের সালাম নিন ধানের শীষ মার্কায় ভোট দিন।
এই স্লোগান নিয়েই সামনে এগিয়ে যাচ্ছেন ৫ নং ওয়ার্ড পল্লবী থানা যুবদল এর নেতা কর্মীরা।