উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত: ৪ পর্যটকের মৃত্যু, আহত ২..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেটও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে।..

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীতে ভয়াবহ এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত চারজন পর্যটক। আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (৮ মে) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, দেহরাদুন থেকে ছয়জন যাত্রী নিয়ে যাত্রা করা একটি হেলিকপ্টার হরশিল হেলিপ্যাডের উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। হেলিকপ্টারটি ভূপতিত হওয়ার সঙ্গে সঙ্গেই চারজন পর্যটকের মৃত্যু হয়। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে বলেন,

“সৃষ্টিকর্তা নিহতদের আত্মার শান্তি দিন এবং শোকাহত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।”

তিনি আরও জানান, আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF) ও জেলা প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেট নিজেও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, হেলিকপ্টারটি যাত্রীদের হরশিল পর্যন্ত নিয়ে যাওয়ার পর তারা সেখান থেকে প্রায় ৩০ কিলোমিটার সড়কপথে গঙ্গনানির দিকে যেতেন। এটি মূলত একটি পর্যটন ভ্রমণের অংশ ছিল।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে কর্তৃপক্ষ বলছে, আবহাওয়াগত সমস্যা, কারিগরি ত্রুটি কিংবা পাইলটের ভুল—সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালানো হচ্ছে।

এই দুর্ঘটনা উত্তরাখণ্ডের পর্যটন খাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। প্রতি বছর অসংখ্য পর্যটক হেলিকপ্টার ও ট্রেকিং রুটে উত্তরকাশী, গঙ্গোত্রী, কেদারনাথসহ বিভিন্ন স্থানে যাত্রা করেন। তাই এ ধরনের দুর্ঘটনা পর্যটন নিরাপত্তা ব্যবস্থায় আরও উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরছে।

Keine Kommentare gefunden


News Card Generator