close

লাইক দিন পয়েন্ট জিতুন!

উল্লাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির  ৭ নেতার সদস্যপদ স্থগিত ..

শাহরিয়ার মোরশেদ avatar   
শাহরিয়ার মোরশেদ
উল্লাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির  সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সদস্য মিজানুর রহমান বাবু, পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, সাবেক সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, সাবেক সদস্য সচিব ম..

 

শাহরিয়ার মোরশেদ ( সিরাজগঞ্জ)- 


দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির সাত নেতার সদস্যপদ স্থগিত করেছে জেলা কমিটি। এছাড়া সহযোগী সংগঠনের তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। শুক্রবার রাত ৮টার দিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ নির্দেশনা দেন বলে জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সদস্য মিজানুর রহমান বাবু, পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, সাবেক সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, সাবেক সদস্য সচিব মো. মুকুল হোসেন, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী ও বড়হর ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাবুর প্রথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করার হয়েছে। 


এছাড়া উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু হাসান অভি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. খোকন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ জালালের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংগঠনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

没有找到评论


News Card Generator