close

লাইক দিন পয়েন্ট জিতুন!

উখিয়ায় ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
উখিয়ায় ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত
কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার ভোরে ক্যাম্প-৪ ও ক্যাম্প-২০ এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-রহমত উল্লাহ ও ইমাম হোসেন। নিহত রহমত ক্যাম্প-৪ ও ইমাম হোসেন ক্যাম্প-২০ এর বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। নিহতরা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে তারা কোন গ্রুপের সঙ্গে সম্পৃক্ত তা স্পষ্ট করতে পারেনি পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, বুধবার ভোরে পৃথকভাবে ক্যাম্প-৪ ও ক্যাম্প ২০ এ সন্ত্রাসীরা একযোগে এ হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ সুরলতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
Keine Kommentare gefunden


News Card Generator