রবিবার (১২ অক্টোবর) বিকেলে কবাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাচিনসনপুর, খালখুলপাড়া ও ঘাটপাড় এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ চালান।
গণসংযোগে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো: শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো: শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মো: শামসু রানা, কবাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম। উপজেলা যুবদলের আহ্বায়ক মো: মোতালেব ও কবাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: তাজুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগে বিএনপি নেতারা বলেন “খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে ওয়ার্ড পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে দলের বার্তা ও সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের ৩১ দফা নির্বাচনী ইস্তেহার মানুষের কাছে পৌছে দিচ্ছি । আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিতে হবে। দেশের মানুষ ও দেশের ভাগ্য পরিবর্তনের একমাত্র পথ ধানের শীষ।”
নেতারা আরও জানান, বিএনপির এই ধারাবাহিক গণসংযোগ কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে জনগণের আস্থা অর্জন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন।



















