close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

টানা বৃষ্টিতে ঘাটাইলে জনজীবনে চরম ভোগান্তি

আশিকুর রহমান avatar   
আশিকুর রহমান
প্রতিবেদন: আশিকুর রহমান | ঘাটাইল আপডেট

টাঙ্গাইলের ঘাটাইলে গত তিনদিন যাবত থেমে থেমে টানা বৃষ্টির কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে থাকায় পথচারীদের চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে।

 

স্থানীয়রা জানান, বেশিরভাগ গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকার সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে ঘাটাইল বাজার, বাসস্ট্যান্ড, হাসপাতাল রোডসহ বিভিন্ন স্থানে পানি জমে কাদাময় অবস্থার সৃষ্টি হয়েছে।

 

ঘাটাইলের অনেক গ্রামের কাঁচা রাস্তার অবস্থা আরও খারাপ। কাদা ও পিচ্ছিল রাস্তায় গ্রামবাসীদের চলাফেরা কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থী, কৃষক ও কর্মজীবী মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

 

এদিকে, বাজারে ব্যবসায়ীরাও হতাশ। ব্যবসায়ীরা জানাচ্ছেন, বৃষ্টির কারণে বিক্রিবাট্টা একেবারে কমে গেছে। অনেকে দোকানই খুলতে পারছেন না। এক দোকানদার বলেন, “বিক্রি তো হচ্ছেই না, বৃষ্টি বাড়লে তো দোকান খুলে বসে থাকা ছাড়া উপায় থাকে না।”

 

স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এই বৃষ্টিপাত আরও দুই-তিন দিন স্থায়ী হতে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

 

ঘাটাইলবাসীর এখন একটাই প্রত্যাশা—বৃষ্টি যেন একটু থামে, আর দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা যেন নেওয়া হয়। তা না হলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠতে পারে।

Inga kommentarer hittades


News Card Generator