তামিম ইকবালের সুস্থতা নিয়ে সুখবর, জ্ঞান ফিরেছে দেশসেরা ওপেনারের..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালের হার্টে সফলভাবে রিং পরানোর পর এবার এলো স্বস্তির খবর। জ্ঞান ফিরেছে দেশের এই তারকা ক্রিকেটারের, তিনি পরিবারের সঙ্গে কথা বলেছেন। তবে এখনো শারীরিক পর্যবে..

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এলো স্বস্তির খবর। হার্টে রিং পরানোর পর জ্ঞান ফিরেছে দেশসেরা ওপেনার তামিম ইকবালের। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের পরিচালক ডা. রাজীব হাসান জানিয়েছেন, "তামিম ইকবালের শারীরিক অবস্থা বর্তমানে অনুকূলে রয়েছে। জ্ঞান ফেরার পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং বিসিবির কর্মকর্তারাও তার সঙ্গে যোগাযোগ করেছেন।"

এর আগে, বিকেএসপিতে বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। ফিল্ডিংয়ে নামার পর বুকে ব্যথা অনুভব করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই অধিনায়ক। দ্রুত তাকে সাভারের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তার হার্টে ব্লক শনাক্ত করেন এবং দ্রুত একটি রিং পরানোর সিদ্ধান্ত নেন। সফলভাবে রিং পরানোর পর তার শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আগামী ৪৮ ঘণ্টা হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক কর্মকর্তা হাসপাতালে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। ক্রিকেট ভক্তরাও উদ্বেগের মধ্যে ছিলেন, তবে এখন তামিমের সুস্থতার খবর সবাইকে কিছুটা স্বস্তি দিচ্ছে।

এখন তার পূর্ণ সুস্থতার জন্য অপেক্ষা করছে পুরো দেশ। তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছে তার ভক্তরা এবং ক্রিকেট মহল।

Inga kommentarer hittades


News Card Generator