আসন্ন পবিত্র আশুরা ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে তাজিয়া মিছিল ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। যাতে কোনও প্রকার বিশৃঙ্খলা, অনাকাঙ্ক্ষিত ঘটনা বা নিরাপত্তা বিঘ্নিত না হয় — সে লক্ষ্যেই নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষভাবে, এবার তাজিয়া মিছিল শুধুমাত্র দিনের বেলায় আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। রাতে মিছিল বা কোনও ধরনের শোকানুষ্ঠান সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
এই সিদ্ধান্তগুলো ঘোষণা করা হয় ৩০ জুন, সোমবার চট্টগ্রামের লালখানবাজারস্থ আঞ্চলিক পুলিশ লাইন্সে আয়োজিত এক মতবিনিময় সভায়। সভার সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির। এতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সিএমপি পক্ষ থেকে আশুরা উপলক্ষে চট্টগ্রাম শহরের সাতটি এলাকায় তাজিয়া মিছিল আয়োজনের বিষয়টি জানানো হয়। মিছিলে অংশগ্রহণকারীদের জন্য সাতটি দিকনির্দেশনা দেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য:
-
মিছিল হবে শুধুমাত্র দিনের বেলা, রাতে মিছিল বা শোকানুষ্ঠান সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
-
অস্ত্র, লাঠি, ধারালো বা বিপজ্জনক বস্তু বহন নিষিদ্ধ।
-
আতশবাজি ও পটকা ফোটানো একেবারে নিষিদ্ধ।
-
শৃঙ্খলা ভঙ্গ বা উচ্ছৃঙ্খল আচরণ করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
-
মিছিলের রুটে থাকবে ট্রাফিক কন্ট্রোল এবং বিকল্প রুট ব্যবস্থাপনা।
-
প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা ও অস্থায়ী নজরদারি ইউনিট মোতায়েন থাকবে।
-
গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হয়েছে।
সিএমপি জানিয়েছে, আশুরা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক স্তরের নজরদারির ব্যবস্থা থাকবে। মিছিলের রুটে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে, থাকবে র্যাব ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযান ও চলমান পর্যবেক্ষণ। গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হবে সিসিটিভি ক্যামেরা এবং তৈরি থাকবে মোবাইল কন্ট্রোল ইউনিট। প্রতিটি মিছিল আয়োজনে দায়িত্ব পালন করবে স্বেচ্ছাসেবক দল যারা অংশগ্রহণকারীদের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা মিথ্যা তথ্য ছড়ানো হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে পুলিশ। এই প্রসঙ্গে সভায় বলা হয়, কেউ বিভ্রান্তিকর বা উত্তেজনাকর কিছু পোস্ট করলে তাৎক্ষণিকভাবে প্রযুক্তি বিভাগ ব্যবস্থা নেবে।
যেকোনো সন্দেহজনক কিছু দেখলে নাগরিকদের নিকটস্থ থানা অথবা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। সভায় উপস্থিত বিভিন্ন সম্প্রদায়ের নেতারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং আশুরা শান্তিপূর্ণভাবে পালনের অঙ্গীকার করেন।
চট্টগ্রামে আশুরা ঘিরে এবার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে কোনও ছাড় দিচ্ছে না সিএমপি। ধর্মীয় আবেগ বজায় রেখেই এবারের আয়োজনে চাইছে উচ্চমাত্রার সতর্কতা ও নিয়ন্ত্রণ। ফলে অংশগ্রহণকারীদের যথাযথ নিয়ম মেনে মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।