close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, “অতীতের মতো একতরফা ও গায়ের জোরের নির্বাচন আমরা আর দেখতে চাই না। যে গুরুদায়িত্ব আমাদের কাঁধে দেওয়া হয়েছে, তা সঠিকভাবে পালন করতে সর্বোচ্চ চেষ্টা করবো।” রোববার শপথ গ্রহণ শেষে নির্বাচন কমিশনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিইসি নাসির উদ্দীন বলেন, “সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করতে আমাদের সর্বশক্তি প্রয়োগ করবো। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত। দেশের বর্তমান ক্রান্তিকালে যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে, তা সততার সঙ্গে পালন করাই আমাদের লক্ষ্য। আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাব।”
তিনি আরও বলেন, “সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসতে আগ্রহী করাই আমাদের মূল কাজ। এই লক্ষ্যে খাস নিয়তে আমরা কাজ করছি। সব ভোটার যেন নিশ্চিন্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।”
নাসির উদ্দীন জানান, নির্বাচন সুষ্ঠু করতে সরকারের পক্ষ থেকে কোনো চাপ থাকবে না। তিনি বলেন, “এই সরকার বিগত সরকারের মতো চাপ প্রয়োগকারী নয়। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচনের দিন-তারিখ নির্ধারণ করা হবে। আজ থেকেই আমরা প্রস্তুতিমূলক কাজ শুরু করবো।”
তিনি আরও যোগ করেন, “আমরা এমন একটি প্রতিযোগিতামূলক নির্বাচন চাই, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। ভোটার ও রাজনৈতিক দলের আস্থা অর্জনই আমাদের প্রধান উদ্দেশ্য। এই লক্ষ্য পূরণে আমরা কোনো কসরত বাকি রাখবো না।
Aucun commentaire trouvé