close
  
  
         
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
					বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, “আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি স্বপ্নের মত সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিতে চাই। ৫৬ হাজার বর্গমাইলের এই ভূখণ্ড জীবন দিয়ে হলেও আমরা রক্ষা করবো।”
বুধবার (১ জানুয়ারি) কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ মিয়ার পাড়া চানগাজী মার্কেট ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আগামী দিনে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানাতে দেশবাসীকে আহ্বান জানাই। কুরআন-সুন্নাহর আইনের মাধ্যমে একটি শান্তিময়, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। আমরা এমন এক সমাজ গড়তে চাই যেখানে কেউ অভুক্ত থাকবে না, আবার কেউ অবৈধ উপায়ে সম্পদ গড়ে বিদেশে পাচারের মাধ্যমে অর্থবিত্তের পাহাড় তৈরি করবে না। আমাদের লক্ষ্য এমন একটি সমাজ বিনির্মাণ, যেখানে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ মেনে চলা হবে।”
তিনি দেশবাসীকে জামায়াতে ইসলামী পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে সেই স্বপ্নের সমাজ গড়তে আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় মাস্টার কাইছার আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের এবং কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী।
বিশেষ দৃষ্টি আকর্ষণকারী পয়েন্ট:
সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি।
কুরআন-সুন্নাহর আলোকে বৈষম্যহীন সমাজের দৃষ্টি।
দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।
এই ধরনের নিউজের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা এবং নৈতিকতার বার্তা আরও সুস্পষ্টভাবে প্রকাশ পায়।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				कोई टिप्पणी नहीं मिली
							
		
				
			


















