আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফশিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। ২০ ডিসেম্বর শনিবার ইসি সচিবালয় সূত্র এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যে মূল তফশিল ঘোষণা করেছিলেন, প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার সুবিধার্থে সেখানে কিছু সুনির্দিষ্ট পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত তফশিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময়সীমা দুই দিন কমানো হয়েছে। আগের তফশিলে আপিল করার সময় ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত থাকলেও বর্তমানে তা সংশোধন করে ৫ থেকে ৯ জানুয়ারি করা হয়েছে। অর্থাৎ প্রার্থীরা এখন আপিল করার জন্য পাঁচ দিন সময় পাবেন।
অন্যদিকে, আপিল নিষ্পত্তির জন্য নির্ধারিত সময় দুই দিন বাড়ানো হয়েছে। আগের তফশিলে ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তির সময় ছিল, যা এখন বাড়িয়ে ১০ থেকে ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। কমিশনের মতে, আপিলের সংখ্যা ও গুরুত্ব বিবেচনা করে অধিকতর স্বচ্ছতার জন্য নিষ্পত্তির সময় বাড়ানো হয়েছে।
নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য মনোনয়নপত্র দাখিলের সময় আর মাত্র ১০ দিন বাকি রয়েছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ৩০০ আসনেই ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। একই দিনে 'জুলাই জাতীয় সনদ' বা সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটও অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।



















