চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত এক যৌথ অভিযানে মাদক এবং দেশীয় আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আজিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়।
অভিযানে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল চিহ্নিত সন্ত্রাসী মামুনের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করে। এছাড়া তার বাড়ির পিছনের খাল থেকে একটি পিস্তল, একটি চাইনিজ কুড়াল, চাপাতিসহ মোট ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত। তার বিরুদ্ধে জমি দখল, মারামারি, অবৈধ অস্ত্র রাখা, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অভিযানকালে মামুন আত্মগোপনে থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।উদ্ধারকৃত অস্ত্র ও মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রসঙ্গত, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্দ্বীপসহ বিভিন্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
Inga kommentarer hittades