close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্যান উল্টে প্রাণ গেল কলেজছাত্রীর..

Juwel Hossain avatar   
Juwel Hossain
তিনি উপজেলার এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।..

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোভ্যান উল্টে ইশরাত জাহান (১৭) নামে এক কলেজছাত্রী মারা গেছেন। তিনি উপজেলার গুয়াগাঁতী গ্রামের আসলাম উদ্দিনের মেয়ে এবং উল্লাপাড়ার এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে কলেজ থেকে অটোভ্যানে ইশরাতসহ তিনজন বাড়ি ফিরছিলেন। পাবনা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়ার বোয়ালিয়া কবরস্থানের পাশে ভ্যানটি উল্টে গেলে ইশরাত গুরুতর আহত হয়। আহত হয় অন্য শিক্ষার্থীরাও। তবে তাদের আঘাত সামান্য। গুরুতর আহত ইশরাতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়।

এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ইশরাত জাহান স্কুলের রোভার ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইশরাত অত্যন্ত মেধাবী ও ভদ্র ছিল। কলেজে তার বেশ সুনাম ছিল। সোমবার কলেজ প্রাঙ্গণে শোকসভার আয়োজন করা হয়েছে।

Không có bình luận nào được tìm thấy