close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম র‌্যালি ও ভূমি মেলার উদ্বোধন করেন। ..

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ এই শ্লোগানকে ধারণ করে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও সদর ভূমি অফিসের উদ্যোগে সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

র‌্যালি শেষে ভূমি মেলার উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম র‌্যালি ও ভূমি মেলার উদ্বোধন করেন। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হবে। এছাড়াও মেলা উপলক্ষে বিকেলে জেলা প্রশাসন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Aucun commentaire trouvé